August 26, 2014

মেমোরি কার্ডের যত্ন নিন

* আপনার মোবাইল ফোনে যতটুকু পরিমাণ মেমোরি কার্ড সমর্থন করে তার অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড ব্যবহার করুন এবং তাতে আরও অর্ধেক পরিমাণ ডাটা রাখুন। যেমন: আপনার মোবাইল যদি ২ গিগাবাইট পর্যন্ত মেমোরি সাপোর্ট করে তাহলে ১ গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহার করুন এবং এতে ৫০০-৬০০ মেগাবাইট ডাটা রাখুন।
* মোবাইল ফোন দিয়ে একটানা বেশি সময় ধরে গান শোনা বা ভিডিও দেখা থেকে বিরত থাকুন। কারণ এতে মেমোরি কার্ড ও ব্যাটারির ওপর অনেক চাপ পড়ে।
* মেমোরি কার্ড ফরম্যাট করার প্রয়োজন হলে কম্পিউটারে ফরম্যাট না করে মোবাইল দিয়ে ফরম্যাট করুন। মেমোরি কার্ডকে পেনড্রাইভ হিসেবে ব্যবহার করবেন না। মনে রাখবেন মোবাইলের মেমোরি কার্ড তৈরি করা হয়েছে মোবাইলের জন্য।এটা কম্পিউটারে ব্যবহার না করাই ভালো।

No comments:

Post a Comment