November 11, 2014

ই-মেইল ব্যবহারের ৬ সতর্কতা

চিঠির দিন অনেক আগেই কমেছে। সময় ও দূরত্বকে জয় করতে ব্যবহার বাড়ছে ই-মেইলের। ব্যক্তিগত কিংবা অফিসিয়াল সব তথ্য চালাচালি হচ্ছে এ মাধ্যমে। অনেক গুরুত্বপূর্ণ তথ্যই থাকে মেইলগুলোতে। এ কারণে সাইবার অপরাধীরাও ওত পেতে থাকে মেইল আইডি হ্যাক করতে।
এতে করে ব্যক্তিগত ও অফিসিয়াল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ থাকে অনেক বেশি। নিজেদের অজান্তেই বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক ঝুঁকির মধ্যে পড়তে পারে সকলে। ই-মেইল আইডি হ্যাক করতে নানা কৌশল অবলম্বন করে হ্যাকাররা।
তবে একটু সতর্ক থাকলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিভাবে সাইবার অপরাধীদের থেকে ই-মেইল নিরাপদ রাখা যায় সেসব কথা জানাতে এ টিউটোরিয়াল।
hotmail_gmail_aol_yahoo_mail_hacked
অপরিচিত ই-মেইল থেকে সতর্ক থাকা
জানা অজানা অনেক মেইল আসে। এগুলো খোলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কেননা এসব মেইলের মধ্যে ম্যালওয়্যার পাঠিয়ে আসল কাজটি সেড়ে ফেলতে চায় হ্যাকাররা। এ কারণে যেননতেন মেইলে ক্লিক করে নিজের সর্বনাশ ডেকে আনা যাবে না।
লটারি জেতার মেইল
লাখ লাখ ডলারের লটারি জিতেছেন! এমন খুশীর খবর জানিয়ে এখন হরহামেশা হ্যাকাররা মেইল পাঠায়। কৌতুহলের কারণে অনেকেই এতে ক্লিক করে বিপদে পড়েছেন।
নিজের নিরাপত্তার জন্য এ ধরনের মেইল আইডি এড়িয়ে যাওয়া উচিত। যদিও এসব অজানা প্ররোচনামূলক মেইলের অধিকাংশই ফিল্টার হয়ে চলে যায় স্প্যামবক্সে। তবে সিস্টেমকে ধোঁকা দিয়ে কিছু মেইল ইনবক্সে চলে আসতে পারে।
এ ধরনের মেইল আসলে সেগুলোকে গুরুত্ব না দেওয়া উচিত।
লিংকডইনের আমন্ত্রণ
ই-মেইলের বিষয়বস্তু হিসেবে অনেক সময় মেইলের ইনবক্সে লিংকডইনের আমন্ত্রণ আসে। ওয়েবসেন্স রিসার্চ নামে একটি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা মনে করেন, লিংকডইনের এমন আমন্ত্রণের বেশিরভাগ সঠিক হলেও কিছু কিছু মেইল ম্যালওয়্যারে ঠাসা থাকে।
তাই অপরিচিত কোনো ব্যক্তির পাঠানো আমন্ত্রণ খোলার আগে সাবধান হওয়া উচিত।
সেবাদানকারী প্রতিষ্ঠানের অফার
হ্যাকাররা এখন সেবাদানকারী প্রতিষ্ঠানের ছন্দবেশে নানান মেইল পাঠিয়ে ফাঁদ পাতে। বিভিন্ন অফারের লোভ দেখিয়ে মেইল খুলতে প্রলুব্ধ করে ব্যবহারকারীদের। না বুঝে অনেকেই এ ফাঁদে পড়ে যান।
এ ধরনের মেইল সাধারণ ব্যাংক কিংবা আর্থিক লেনদেনের ওয়েবসাইটের মত অবিকল সাইটের লিংক দেওয়া থাকে। এতে ক্লিক করলে ব্যবহারকারীর তথ্যের নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যাওয়ার আশংকা প্রবল।
তাই সেবাদানকারী কোনো প্রতিষ্ঠানের আড়ালে চতুর এসব মেইল খোলা থেকে সর্তকতা অবলম্বন করা উচিত।