অফিস ২০০৭-এ ফ্রন্ট পেইজ
ওয়েব
ডিজাইনাররা দ্রুত ওয়েব পেইজ ডিজাইন করার জন্য ফ্রন্ট পেইজ ব্যবহার করে
থাকেন। অফিস ২০০৫ বা তারও আগের ভার্সনগুলোতে ফ্রন্ট পেইজ আছে। অফিস ২০০৭-এও
ফ্রন্ট পেইজ আছে, তবে অন্য নামে। অফিস ২০০৭-এ ফ্রন্ট পেইজ খোলার জন্য
Start/All programs/Microsoft office/Microsoft office infoPath 2007-এ
ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে Design a Form Template-এ ক্লিক করুন। তারপর
Blank নির্বাচন করে ok করুন। দেখবেন, ডান পাশে layout, controls ইত্যাদি
নামে অনেক অপশন আছে। layout হলো table draw করার জন্য। আর controls-এ ক্লিক
করে দেখবেন TextBox, ComboBox, ListBox, Button ইত্যাদি নামে অনেক অপশন
আছে। এখান থেকে টেনে টেনে (Drug Drop) আপনার পছন্দমতো ওয়েব পেইজ ডিজাইন
করতে পারেন।
No comments:
Post a Comment